No Internet Connection !

বাংলাদেশের জনসংখ্যা

প্রশ্ন: বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? উত্তর: ১৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার (অর্থনৈতিক সমীক্ষা ২০২৩)।
প্রশ্ন: বাংলাদেশে জনসংখ্যা বেশি বাস করে কোন বিভাগে? উ: ঢাকা।
প্রশ্ন: কোনো দেশের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে গণনা করাকে কী বলে? উত্তর: জনশুমারি।
প্রশ্ন: বাংলাদেশের মানুষের গড় আয় কত? উত্তর: ৭২.৩ বছর (অর্থনৈতিক সমীক্ষা ২০২৩)।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? উ: ১৮৬১ সালে (লর্ড ক্যানিং এর সময়)।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? উ:১৯৭৪ সালে (১০ – ১৮ মে)।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি কোথায়? উত্তর: পাসিংপাড়া (উচ্চতা ৩,০৬৪ ফুট)।
প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উ: অষ্টম।
প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উ: চতুর্থ।
প্রশ্ন: জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা? উত্তর: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার কততম দেশ? উ: পঞ্চম।
প্রশ্ন: আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কী? উত্তর: জনশুমারি ও গৃহগণনা।
প্রশ্ন: ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে? উ: জ্যামিতিক হারে। (১, ২, ৪, ৮, ১৬)।
প্রশ্ন: খাদ্যের উৎপাদন বাড়ে কোন হারে? উ: গাণিতিক হারে (১, ২, ৩, ৪, ৫, ৬)।
প্রশ্ন: স্বাধীনতার পর প্রথম জনশুমারি কবে অনুষ্ঠিত হয়? উত্তর: ১৯৭৪ সালে।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে ঘন বসতিপূর্ণ জেলা কোনটি? উ: ঢাকা জেলা।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি? উ: বান্দরবান।
প্রশ্ন: বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা কত? উ: ৭-১৬ বছর।
প্রশ্ন: অবিভক্ত বাংলায় প্রথম কখন জনশুমারি শুরু হয়? উত্তর: ১৮৭২ সালে।
প্রশ্ন: বাংলাদেশে কিশোর অপরাধ কেন্দ্র কোথায় অবস্থিত? উ: টঙ্গীতে (গাজীপুর)।
প্রশ্ন: জনশুমারি কত বছর পর পর অনুষ্ঠিত হয়? উত্তর: ১০ বছর।
প্রশ্ন: বাংলাদেশে কিশোরী অপরাধ কেন্দ্র কোথায় অবস্থিত? উ: কোনাবাড়িতে (গাজীপুর)।
top
Back
Home
Gsearch